Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

সকালা ৮.৩০ হতে দুপুর ২.৩০ পর্যন্ত উপজেলা স্বাস্থ কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ ও পরিবার কল্যান কেন্দ্রে, কমিউনিটি ক্লিনিক এবং স্যাটেলাইট ক্লিনিকে বিনা মূল্যে পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়।

বিনামূল্যে প্রদত্ত সেবা সমূহ :

১। মা ও শিশু স্বাস্থ্য সেবা:

ক) গর্ভকালীন ও গভোর্ত্ত সেবা।

খ) স্বাভাবিক প্রদত্ত সেবা।

গ) এম আর সেবা ।

ঘ) নবজাতক সহ ৫ বছরের কম বয়সের শিশুদের সেবা।

ঙ) প্রজননতন্ত্রের/ যেৌন বাহিরত রোগের সেবা।

চ) ই পি আই সেবা ও ভিটামিন এ ক্যাপসুল বিতরন।

 

২। পরিবার পরিকল্পনা সেবা ।

ক) পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান ।

খ) খাবার বরি জন্ম নিরোধক ইনজেকশন, আই ইউ ডি/ কপারটি

গ) ভ্যাসেক টমি/ এন এস ভি (স্থায়ী পদ্ধতী)

৩। মাঠ কর্মী কতৃক বাড়ি বাড়ি সেবা: